কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। তবে শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, অক্ষয় তৃতীয়ার পুজো হয়। আগামী ২৩ এপ্রিল বাংলার ৯ বৈশাক অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে।