কনকনে ঠান্ডা ও প্রতিকূলতার মধ্যেই শুরু হয়ে গেল অমরনাথ তীর্থযাত্রা। শনিবার পুণ্যার্থীদের প্রথম দল পৌঁছয় জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে। আগামী ১৯ অগস্ট পর্যন্ত চলবে অমরানাথ তীর্থযাত্রা। নাশকতা এড়াতে যাত্রাপথে রয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে অমরনাথে শুরু লিঙ্গের আরতি।