দুর্গাপুজো, কালীপুজো মিটতেই ভৈরব (শিব) পুজোকে কেন্দ্র করে মেতে উঠতে শুরু করেছে বহরমপুরবাসী। বর্তমানে বহরমপুর শহরে একাধিক ভৈরব পুজো হলেও খাগড়াঘাট শ্মশান সংলগ্ন ভৈরবতলার ভৈরবপুজো সবচেয়ে প্রাচীন। পুজো উদ্যোক্তাদের দাবি, ১৪৮ বছরের প্রাচীন এই পুজো। আগে ভৈরবের উচ্চতা ৩৪-৩৫ ফুট হত। বিসর্জনের আগে শহর পরিক্রমার সময় রাস্তার উপর দিয়ে বিস্তৃত ইলেকট্রিক তারের জন্য দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যেত। সেই কারণে উচ্চতা কমিয়ে ২৪-২৫ ফুট করা হয়েছে। কার্তিক মাসের সংক্রান্তিতে এই পুজো হয়।