প্রতিবছরই নববর্ষের আগে প্রকাশিত হয় নতুন পঞ্জিকা। তাতে সবকিছুর সঙ্গে থাকে রাষ্ট্রগত বর্ষফল। ১৪৩১ সালের রাষ্ট্রগত বর্ষফলে পশ্চিমবঙ্গের বিষয়ে বলা হয়েছে,'রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত বাড়বে। দেশীয় নির্বাচনকে সামনে রেখে আদর্শগত লক্ষ্যচ্যুতি প্রকট হবে। ধর্ম, নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি নতুন করে রেখাপাত করায় শিক্ষা, শিল্প, কৃষি নিয়ে উচ্চবাচ্য বন্ধ রাখতে সরকার বাধ্য থাকবে। মুখ্যমন্ত্রীর নিজের শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন।'দেশের বিষয়ে আর ঠিক কী কী বলা হয়েছে নতুন পঞ্জিকায় ? জানুন বিস্তারিত