ভাই-বোনের উৎসব ভাইফোঁটা। দেশের বহু রাজ্যে পালিত হয় এই উৎসব। ভাইবোনেরা একে একে অপরের সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করে। দেশের এক এক রাজ্যে ভাইফোঁটার নাম হয়তো একেক জায়গায় এক এক রকম। কিন্তু ব্যাপারটা সব জায়গাতেই এক। কিন্তু এই ভাইফোঁটা প্রচলন শুরু হল কবে থেকে। চলুন জেনে নেওয়া যাক।