হোলিতে ইতিমধ্যেই মেতে উঠেছে পুরো দেশ। বাংলাও মেতেছে দোল উৎসবে। আর সেই উৎসবকে কেন্দ্র করেই আজতকের বিশেষ অনুষ্ঠান কলকাতার প্রিন্সেপ ঘাটে বং রসিয়া। এবার মঞ্চ মাতালেন বোলপুর শান্তিনিকেতনের বাসুদেব দাস বাউল। দেখুন ভিডিও।