বনগাঁ, প্রায় ৩০০ বছর আগে চাঁদ সদাগরের বংশধর দাঁ পরিবারের সদস্যরা বর্ধমানের বৈচিতে প্রথম শুরু করেছিলেন কমলে কামিনী দূর্গাপুজো। পরবর্তী সময়ে বংশধরদের একাংশ বনগাঁ মহকুমার গোপালনগরে চলে আসে ব্যবসা করতে আর সেখানেও ওই বংশধরেরা শুরু করেন কমলে কামিনী দূর্গাপুজো। প্রায় তিনশো বছর ধরে প্রাচীন ঐতিহ্য মেনে এখনও সেই পুজোর আয়োজন হয়ে আসছে। জন্মাষ্টমীর দিন থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত কুমড়ো, আঁখ, বলি হয়। অষ্টমীতে এলাকার প্রচুর মানুষ প্রসাদ খেতে হাজির হন। বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়ার নিয়ম পালন করা হয়।