আরামবাগ মহকুমার অন্যান্য বনেদি বাড়ির দুর্গাপুজো (Durga Puja 2021) গুলির মধ্যে অন্যতম হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিবিজড়িত গোঘাটের কামারপুকুরের লাহা বাড়ির পুজো। সেই প্রাচীনকাল থেকেই আজও একইভাবে হয়ে আসছে লাহা বাড়ির দুর্গাপুজো। তাহাদের এই দুর্গাপূজা ঐতিহ্য হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অর্থাৎ ছোটবেলার গদাধর এখানে পাঠশালায় পড়াশোনা করতেন আর দুর্গাপূজার সময় লাহা বাড়িতেই সময় কাটাতেন তিনি। আর লাহাদের পুরোহিত ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পিতা। জানুন সেই ইতিহাস।