মহালয়ার ভোরে রেডিওতে মহালয়া শুনতে ব্যস্ত ঘাটালের বানভাসি মানুষ। বন্যায় ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চেনা কন্ঠে মহালয়া শুনছেন বানভাসি ঘাটালের লোকজন। মহালয়ার দিনেও নৌকার ওপরে বসে রেডিও শুনতে শুনতে অনুপ সামন্ত বলেন- এবার পুজোটা এসেছে বলে মন হচ্ছেনা ৷ কেউই পুজো নিয়ে তেমন ভাবছেন না ৷ মানুষের এখন খেতে পাওয়া নিয়েই চিন্তা ৷ পুজো উৎসবএখানে যেন বিলাসিতা সকলের কাছে ৷ কারন তিনমাস সকলেই জলবন্দী হয়ে রয়েছে ৷