মুর্শিদাবাদের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম ইসলামপুরের বাইশ পুতুল মন্দির। প্রায় পৌনে তিনশো বছর আগে স্বর গোস্বামী নামে এক বৈষ্ণব এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে দশভুজা ও ছেলেমেয়েদের পাশাপাশি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গি, মকর, হাঁস, ইঁদুর, পেঁচা সহ মোট বাইশ পুতুলের পুজো হয়ে আসছে। একটি আলাদা চালিতে বাকি পুতুলগুলি তৈরি করা হয়। ২২ পুতুলের উদ্দেশ্যে ২২ ভোগ নিবেদন করা হয়। ২২ পুতুল মন্দিরের দুর্গাপুজোকে (Durga Puja 2021) কেন্দ্র করে ইসলামপুর সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উৎসবে মাতেন।