চলছে উৎসবের মরসুম। যে কোনও উৎসব মানেই আড্ডা, ঘুরতে যাওয়ার পাশাপাশি খাওয়া- দাওয়া। আর পুজোর খাওয়া- দাওয়া মানেই অনেকের পছন্দের তালিকায় থাকে খিচুড়ি ভোগ। মূলত অষ্টমী কিংবা নবমীর দুপুরের মেনুতে খিচুড়ি অনেক বাড়িতেই একেবারে 'মাস্ট'। তবে ব্যস্ততা এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তা তৈরি করা হয়ে ওঠে না। এদিকে বাইরের খাবার খেতেও মন চায় না সব সময়। মন খারাপ না করে, তারা সহজে বাড়িতে তৈরি করতে পারেন ডায়েট খিচুড়ি ও লাবড়া। রইল একেবারে সহজ রেসিপি।