২৭৪ বছর আগে শুরু হয়েছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। প্রায় সাড়ে তিনশো বছর আগে মহিষাদল রাজ বাড়ির কুল পুরোহিত সহস্রদল বন্দ্যোপাধ্যায় এই কল্যাণপুরে এসে জঙ্গল সাফ করে জমিদারির পত্তন করেছিলেন। সে সময় জমিদারির রীতি মেনেই শুরু করেছিলেন। কিন্তু 274 বছর আগে তৈরি হয় আজকের এই ঠাকুর দালান। সেই থেকেই টানা চলে আসছে এই দুর্গাপুজো। সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনে সাবেকি ভাবধারায় আজও জেলার সেরা বনেদি বাড়ির দুর্গাপুজো হিসেবে বিবেচিত হয় এই বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো।