শনিবার বাবা কেদারনাথের পালকি পৌঁছলো কেদার ধামে। ১৭ মে ভোর ৫টায় বিধি মেনে মন্দিরের দরজা খোলা হবে। করোনা মহামারীর কারণে টানা দ্বিতীয়বার প্রশাসনের তত্ত্বাবধানে গাড়ির মাধ্যমে পালকি ধামে পৌঁছনো হল।