চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোয় বিসর্জনের দিনে দেবীকে বরণ করেন পুরুষরা, শাড়ি পরে। ২২৯ বছর থেকে চলে আসা এই প্রথা আজও চালু আছে তেঁতুলতলা সর্বজনীন কমিটির জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। অষ্টমীর রাত্রি থেকে হাজারে হাজারে লোক এখানে উপস্থিত হন।