পরম্পরা ও রীতি মেনেই রবিবার সন্ধ্যায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পর বেলুড়মঠ সারদাপীঠে দেবী জগদ্ধাত্রীর অধিবাস হল। সোমবার সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হবে। এবার করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত এই পুজো। এবছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। পুজোর সরাসরি সম্প্রচার সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে। সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো।