এবার কালীপুজোর থিমে জোড়া বুর্জ খলিফা পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে। বর্ধমানের পাড়াপুকুরে আর এ ইউ সি ক্লাব ও ছোটনীলপুর দিলীপ স্মৃতি সংঘ ক্লাব এবারে বুর্জ খালিফার আদলে মণ্ডপ তৈরি করছে। কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তুলনায় আকারে অত বড় না হলেও আলোকসজ্জায় চমক রাখার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। বর্ধমান শহরের আর এ ইউ সি-র বুর্জ খালিফার উচ্চতা হবে ৫০ ফুট। বাঁশ আর জি আই সিট দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ। দেখুন মন্ডপ প্রস্তুতির কিছু ঝলক।