ভক্তদের বুকের রক্ত দিয়ে মা কালীর অখন্ড পূজা সম্পন্ন হল পান্ডুয়ার মন্ডলাই গ্রামে। ৩০ ভরি স্বর্ণালংকারে সুসজ্জিত মা এর মৃন্ময়ী মূর্তি। পান্ডুয়ার মন্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা মন্ডলাইয়ের উপর দিয়ে বয়ে যেত কঙ্ক নামক নদী। সেই নদীর তীরেই ছিলো শ্মশান। কথিত আছে সেই শ্মশান ছিলো তন্ত্রসাধকদের পীঠস্থান। সেখানেই এক তন্ত্রসাধকের হাত ধরে এই কালী পুজোর শুরু বলে লোকশ্রুতি রয়েছে। পরবর্তীতে এটি চলে আসে বারোয়ারি কমিটির হাতে। পথের পাশে বরাবর এই পুজো হয়ে আসায় এই কালীর নাম পথের কালী। প্রত্যেকবছর দীপান্বিতা অমাবস্যায় এখানে কালী পুজো হয়। প্রতি বছর এখানে পাঠাবলি হয়। মানসিক করা বহু মানুষ দন্ডিও কাটেন। তবে বিশেষভাবে উল্লেখ্য মানসিক করা অনেকেই মাকে নিজের বুক চিরে রক্ত প্রদান করেন। যা আজও এখানে হয়ে থাকে।