হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়। ভাদ্র মাসের শুরুর অমাবস্যাই, 'কৌশিকী অমাবস্যা' নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের৷ কোভিডের জন্য গত দু'বছর তারাপীঠে ভক্তদের সমাগম হয়নি। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই জাকজমকপূর্ণভাবে কৌশিকী অমাবস্যার পুজোর আয়োজন হয়েছে তারাপীঠে। উপচে পড়া ভিড় রয়েছে মন্দির চত্বরে। বেশ কিছুদিন আগে থেকে চলছে প্রস্তুতি। কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। এদিন দিনভর চলে বিশেষ পুজোপাঠ ও রাতে মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরা এই মহাযজ্ঞে অংশ নেন। দেখুন মা তারার সন্ধ্যারতির ঝলক।