দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যাঁরা, তাঁদের কাছে কৌশিকী অমাবস্যা খুবই বিশেষ। কথিত আছে, বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। এ বছর আগামী ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র পড়ছে কৌশিকী অমাবস্যা। অমাবস্যার তিথি শেষ হবে ১৫ সেপ্টেম্বরে।