হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে কালীর বিভিন্ন রূপের পুজো হয়। ভাদ্র মাসের শুরুর অমাবস্যাই, কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের৷ তবে শুধু তারাপীঠ না, অন্যান্য একাধিক সতীপীঠ সহ কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় এই শুভ তিথিতে। সকাল থেকেই কালীঘাট মন্দির ও লেক কালীবাড়িতে ভক্তরা ভিড় জমায়।