শীতকালে ৬ মাস বন্ধ থাকার পর শুক্রবার সকালে ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। বৈদিক মন্ত্র জপের পর এই দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সকাল ৭টায় রুদ্রপ্রয়াগ জেলায় সাড়ে ১১ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত একাদশ জ্যোতির্লিঙ্গের দরজা খোলার অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। বিপুল উৎসাহে ভরা ভক্তরা 'বাম-বাম ভোলে', 'হর হর মহাদেব' এবং 'জয় বাবা কেদার' জয়ধ্বনি দেন।