করোনা আবহেই এবার বাঙালি মেতেছে দুর্গাপুজোর উৎসবে। এদিকে ভিড়ের মধ্যে পুজো দেখাতে বিপত্তি। তাই এবার আম জনতাকে ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে আজতক বাংলা। এবার আমরা আপনাদের ঘুরে দেখাবো শহরের বড় বড় পুজো প্যান্ডেলগুলি। চলুন আমাদের সঙ্গে দেখুন শহরের বড় বড় সব পুজোগুলি। আর এই মুহুর্তে আমরা রয়েছি কলকাতার ‘৯৫ পল্লী’র পুজোমণ্ডপে। বাংলার স্নিগ্ধ গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। দেখে নিন সেই মন্ডপ এর কিছু ঝলক।