করোনা আবহেই এবার বাঙালি মেতেছে দুর্গাপুজোর উৎসবে। আর আম জনতাকে ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে আজতক বাংলা। আমাদের সঙ্গে দেখুন শহরের বড় বড় সব পুজোগুলি। চলুন এবার যাওয়া যাক দক্ষিণ কলকাতার ‘বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন’ এর পুজো প্যান্ডেলে। আমরা জানি দুর্গা পুজো মানেই নারী শক্তির বন্দনা। আর এবার এখানকার পুজোর থিমও ‘নারীশক্তি’। বিভিন্ন শিল্পশৈলী এবং ছবি দিয়ে সাজানো রয়েছে এই মন্ডপ। চলুন দেখে নেওয়া যাক মন্ডপ এবং প্রতিমা শয্যার কিছু ঝলক।