আজতক বাংলার মহাষষ্ঠীর ভার্চুয়াল পুজো পরিক্রমা। এক এক করে কলকাতার বড় বড় সব পুজো মণ্ডল আপনাদের সামনে তুলে ধরছি আমরা। অসাধারণ সব থিমের পুজো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। এবার স্বাদবদলের পালা। থিম পুজোর একঘেয়েমি কাটিয়ে এবার আমরা হাজির এক সাবেকি পুজোয়। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়া মিতালী সংঘের পুজোয়। থিমের বাহার না থাকলেও এখানকার দুর্গাপ্রতিমা নজর কেড়েছে বহু মানুষের। চণ্ডী পুরাণ থেকে নেওয়া দেবী দুর্গার নয় রূপ অর্থাৎ নবদুর্গার পুজো হচ্ছে এই মণ্ডপে। প্রতি বছরই বৈচিত্রের উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে এই পুজো।