ঐতিহাসিক মহরমের (Maharam) রাত জাগরণ চলছে বর্ধমানে। কোভিড মহামারীর (Covid 19) কারণে সরকারি নির্দেশে মহরমের শোভাযাত্রা এবারও হচ্ছে না । কিন্তু পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার ঐতিহ্যবাহী কালাপাহাড়ির মাজারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতই। সর্ব ধর্মের মানুষ কালাপাহারিকে পুজো দিতে হাজির হন তার মাজারে জাগরণ ও মঞ্জিল মাটির দিন । কোনও শোভাযাত্রা না হলেও রীতি মেনে পুজো অর্চনা হচ্ছে।