মকর সংক্রান্তি উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় ভক্তদের ভিড়। আজকের দিনে উত্তর গোলার্ধে সূর্যের যাত্রা শুরু হয়। মকর সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে উৎসব পালন হচ্ছে। বিভিন্ন জায়গায় সংক্রান্তি উৎসব বিভিন্ন নামে পালিত হয়। যেমন পোঙ্গল, বিহু, মাঘি। হরিদ্বারের গঙ্গায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ভক্তরা স্নান করে মা গঙ্গার কাছে মোক্ষ কামনা করেন।