বিশালাকার লাড্ডু। ওজন ১০১ কেজি। মালদহ শহরের দক্ষিণ বালুচরে মহাবীর মন্দিরে মহাধুমধামে উদযাপিত হল হনুমানজয়ন্তী। জানা গিয়েছে, প্রতিবছর মানুষ হনুমান জয়ন্তীতে এই বিশাল আকারের লাড্ডু ভোগ দেওয়া হয়। বিভিন্ন রকমের ফল, সুজি,বেসন, কাজু, কিশমিশ এবং শুদ্ধ গাওয়া ঘি দিয়ে তৈরি হয় এই লাড্ডু।