উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে সোমবার সকালে ভস্ম আরতি অনুষ্ঠিত হল। প্রতিদিনই এই ভস্ম আরতি খুব ভোরে হয়। ভোর ৪ টে থেকে সকাল ৬ পর্যন্ত এই আরতি অনুষ্ঠিত হয়। ভোর থেকেই ভক্তদের উচ্ছ্বাস দেখা যায়। প্রচুর ভক্ত ভস্ম আরতি দেখতে ভোরে মন্দির চত্বরে ভিড় জমায়।