প্রতিবছরই মকর সংক্রান্তিতে গরুকে খাওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও তার অন্যথা হল না। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বামন গরুকে খাওয়ালেন মোদী। ৭ লোক কল্যাণ মার্গের বাগানে নিজের হাতে গরুদের মুখে পাতা ঘাস তুলে দেন। প্রধানমন্ত্রীর গো-সেবায় ব্যস্ত থাকার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মোদীর গো-ভক্তি নতুন নয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও গো-প্রকল্প চালু করে কখনও নিজের হাতে গরুকে খড় খাইয়েছেন, তো কখনও গম খাওয়াতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে মথুরায় দেশজুড়ে বাছুর ভ্যাকসিনেশনের প্রচারে গিয়ে গো-পুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে তাঁকে।