প্রয়াগরাজে মহাকুম্ভে এখন সাধু সন্ন্যাসীদের ভিড়। এই সাধুদের একেক জনের পরিচিতি একেক রকমের। একেক বাবার একের রকম নাম। 'ই-রিকশা বাবা' নামে পরিচিত মহন্ত ওম, প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫-এ যোগ দিতে একটি কাস্টমাইজড থ্রি-হুইলারে দিল্লি থেকে এসেছিলেন। তিনি জানালেন, এক তিনি বেছে নিলেন ই-রিকশা।