আজ রথযাত্রা৷ হিন্দুদের এক পবিত্র উৎসব রথযাত্রা। প্রতি বছর ওড়িশায় পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসবটি ধুমধামের সঙ্গে পালন করা হয়। জগন্নাথদেব,বলরাম ও সুভদ্রার শোভাযাত্রা প্রত্যক্ষ করতে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ পুরী মন্দিরে জড়ো হন। রাস্তায় রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষায় ভক্তরা।