অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকীতে আজ থেকে তিন দিনের পুজোপাঠ শুরু হয়েছে। রামলালার মহাভিষেক করা হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত এসেছেন অযোধ্যায়। সান্ধ্যসংগীতের আসর বসছে অযোধ্যায়।