৩০ মার্চ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে রামনবমী। কথিত আছে এই দিনে রাজা দশরথের পুত্র রামের জন্ম হয়। তবে চৈত্র নবমী আর শারদীয় দুর্গাপুজোর নবমী নিয়ে অনেকেই বিভ্রান্ত। তবে রাম নবমী ও শারদীয় নবমী দুটো আলাদা বিষয় বলে জানালেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী।