রথ নিষ্ঠা এবং উপাচারের অপর নাম। উত্তর কলকাতার শ্যামবাজারের দাস বাড়ি রথের দিন সমস্ত রক্ষণশীলতা ভেঙে দরজা খুলে দেন সর্বসাধারণের জন্য। বিশাল কড়াইতে ছাপান্ন ভোগ রান্না, ঘোড়ার গাড়ির শোভাযাত্রা, প্রভু জগন্নাথের ২৫ ফুট রথ, সে এক রাজকীয় ব্যাপার। ওড়িশা থেকে আসা জগন্নাথ কীর্তনীয়ার দল কীর্তন করে। থাকে পুরুলিয়ার ছৌ। সব মিলিয়ে কলকাতার দাসবাড়ি আজ জমজমাট।