সম্ভলের সেই বিতর্কিত জামা মসজিদের কাছেই হোলি উদযাপন। ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে রং খেলা। চলছে বিশাল বাহিনীর টহল। প্রশাসনের দাবি, গোটা জেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সম্ভলের হিন্দুদের দাবি, এবার হোলি দারুণভাবে উদযাপন করা হবে। প্রশাসনও পাশে।