চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আর মগরার সরস্বতী পুজো। হুগলি জেলায় এই তিন পুজো ধুমধামের সঙ্গে পালন হয়। এবারেও তার ব্যতিক্রম নেই। দিল্লির বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে এবার মণ্ডপ হচ্ছে মগরা জয়পুরের সবুজ সংঘের সরস্বতী পুজোতে। ৮৮ তম বর্ষে পা দিল এই পুজো। বাঁশ-কাঠ সহ বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে এখানে। মগরা কোলা বান্ধব সম্মিলনি ক্লাবের সরস্বতী পুজো এবছর ১০৩ বছরে পা দিল। সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে পুজো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।