সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে দেশবাসী। দেশের বিভিন্ন প্রান্তে গণেশ পুজোয় মেতে আছে আট থেকে আশি। আপনাদের শোনাবো 90 লক্ষ টাকার গণেশের গল্প। সিদ্ধিদাতার কাছে মানুষের প্রার্থনারও শেষ নেই। মহারাষ্ট্রের বুলধানা জেলায় এক ব্যবসায়ী 105 কেজি ওজনের এই মুর্তিটি খাঁটি রৌপ্য ব্যবহার করে তৈরি করেছেন। ভগবান গণেশের একটি দুর্দান্ত মূর্তি দেখলে তাক লেগে যাবে। এই গণেশের দাম 90 লক্ষ টাকা। দেখলে চোখ জুড়িয়ে যাবে।