ওড়িশায় এই ধর্মীয় রীতি বহু প্রাচীন। এবছরও আড়ম্বরের সঙ্গে পালিত হল 'শীতল ষষ্ঠী'। এই ধর্মীয় আচারে মূলত মহাদেব ও পার্বতীর বিয়ে দেওয়া ধুমধাম করে। বাঙালি যেদিন জামাইষষ্ঠী পালন করে, সেদিনই 'শীতল ষষ্ঠী' উপলক্ষ্যে মহাদেব ও পার্বতীর বিয়ে দেওয়া ওড়িশার সম্বলপুরে। দেখুন।