ঐতিহ্য বজায় রাখতে অর্বিভাব দিবস পালিত হলেও প্রাচীন সেই মেলার আর দেখা মেলে না তারাপীঠ (Tarapth Temple) সংলগ্ন এলাকায়। কারণ মেলার জায়গা দখল করে নিয়েছে ফুল-ডালার দোকান। আগে স্থানীয় গ্রামগঞ্জের মানুষ ভিড় জমালেও বর্তমানে বাইরের মানুষও আসতে শুরু করেছেন। পুরানে বলা আছে শারদীয়ার শুক্লা চর্তুদশীতেই বশিষ্ঠ মুনি সাধনার মাধ্যমে মা তারাকে দেখতে পান।