দুর্গাপুজো শেষ। মণ্ডপে মণ্ডপে শূন্যতা। বিষাদের সুর সারা বাংলায়। আবার আরও একটা বছরের প্রতীক্ষা। আসছে বছর আবার হবে। সামনের বছর একটু দেরিতেই পুজো। আসছে বছর কবে আসবেন উমা? দেখে নিন ২০২৩ সালে দুর্গাপুজো কবে।