Advertisement

অর্থনীতি

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন

Aajtak Bangla
  • 11 Jan 2022,
  • Updated 7:23 PM IST
  • 1/7

এমনিতে যে কোনও আর্থিক বছরে আয়কর রিটার্ন (IT Return) জমা দেওয়ার সময়সীমা সাধারণত বছরের জুলাই-আগস্ট পর্যন্তই থাকে।

  • 2/7

কিন্তু এ বছর আয়কর বিভাগ নতুন একটি পোর্টাল চালু করেছে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য। নতুন পোর্টাল চালু হওয়ার পর থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারেননি অনেকেই।

  • 3/7

আয়কর বিভাগের নতুন পোর্টালের নানা প্রযুক্তিগত ত্রুটি আর করদাতাদের এই সংক্রান্ত নানা সমস্যা নিয়ে একটা সময় বলতে শোনা যায় কেন্দ্রীয় অর্থমত্রী নির্মলা সীতারমকে।

  • 4/7

নতুন পোর্টাল তৈরি ও তার প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে দ্রুত ত্রুটিগুলি শুধরে নিতে বলেন তিনি। তার পরেও কয়েক মাস ধরে এর ত্রুটিগুলি সংশোধন করা যায়নি।

  • 5/7

এর পরে, CBDT তার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়িয়েছিল। এর পরেও, অনেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারেননি। তাই আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী, IT Return জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল আয়কর বিভাগ।

  • 6/7

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ টুইট করে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

  • 7/7

তবে ১৫ মার্চের পর আয়কর রিটার্ন ফাইল করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যাদের আয় ৫ লাখ টাকার কম, তাদের জরিমানা হিসেবে দিতে হবে ১,০০০ টাকা।

Advertisement
Advertisement