Advertisement

অর্থনীতি

Mukesh Ambani-র সম্পত্তি ছাপিয়ে গেলেন Gautam Adani, ফারাক দ্বিগুণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2022,
  • Updated 8:33 PM IST
  • 1/6

সম্পদ বেড়েই চলেছে গৌতম আদানির। দুনিয়ার শীর্ষ কোটিপতিদের দৌড়ে ক্রমশ এগিয়ে চলেছেন গুজরাতি শিল্পপতি। বিশ্বের প্রথম ১০ ধনীর তালিকায় পঞ্চমস্থানে উঠে এলেন। 
 

  • 2/6

এই ক্রমপর্যায়ে মুকেশ অম্বানি রয়েছেন দশম স্থানে। অর্থাৎ মুকেশের চেয়ে দ্বিগুণ দূরত্বে আদানি।  

  • 3/6

আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দরে বৃদ্ধির জেরে ১০০ বিলিয়ন ডলার ক্লাবে পৌঁছে গিয়েছে গৌতম আদানির সম্পদ। ফোবর্সের রিয়েল টাইম বিলিনিয়র সূচি অনুযায়ী, ১০২.২ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে আদানির সম্পত্তি। 

  • 4/6

শীর্ষ ১০ বিলিওনেয়ারদের মধ্যে ১০ নম্বরে আছেন মুকেশ অম্বানি। ফোবর্সের রিয়েল টাইম পরিসংখ্যান বলছে, তাঁর সম্পত্তি ৮৯.৭ বিলিয়ন ডলার। সেই হিসেবে ১২.৫ বিলিয়ন সম্পত্তি বেশি আদানির। 
 

  • 5/6

আদানির আগে রয়েছেন এলন মাস্ক, বার্নার্ড অর্নাল্ট, জেফ বেজস এবং বিল গেটস। মাস্কের সম্পদ ২২১.৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় থেকে তৃতীয়স্থানে এসেছেন জেফ বেজস। তাঁর সম্পত্তি ১৩৫.৩ বিলিয়ন ডলার। ১৪৭.৯ বিলিয়ন ডলারের মালিক অর্নাল্ট। 
 

  • 6/6

বিল গেটসের সম্পত্তি ১২৪.১ বিলিয়ন ডলার। ওয়ারেন বাফে চলে গিয়েছে সপ্তম স্থানে। তাঁর সম্পত্তি ৯৬.৯ বিলিয়ন ডলার। 
 

Advertisement
Advertisement