Advertisement

অর্থনীতি

Provident Fund: আপনার PF অ্যাকাউন্ট করযুক্ত না করমুক্ত? জানুন কেন্দ্রের নতুন গাইডলাইন

Aajtak Bangla
  • 03 Sep 2021,
  • Updated 5:01 PM IST
  • 1/6

এ বারের বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। এর উপরেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে Provident Fund-এর ক্ষেত্রে কেন্দ্রের নয়া নিয়ম। কারণ, আর করমুক্ত নয় Provident Fund! Provident Fund-এ প্রাপ্ত সুদের উপর এ বার কর দিতে হবে জন সাধারণকে।

  • 2/6

বর্তমানে পিএফ সুদে সরকারকে কোনও রকম কর দিতে হয় না। এই কারণেই EPF-এ টাকা রাখেন অনেকে। তাছাড়া, Provident Fund-এর জমা টাকার উপর ৮.৫ শতাংশ সুদ দেয় কেন্দ্র। এ বার এই সুদের অঙ্কের উপরেই কর দিতে হবে।

  • 3/6

এর ফলে কর ছাড়ের (Tax Exemptions) সুবিধা সংকুচিত হয়েছে। কিন্তু কতটা সঠিক এই ধারণা! Provident Fund-এ করের বিষয়ে ধোঁয়াশা কাটাতে অর্থমন্ত্রকের অধীনস্থ ‘সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস’-এর এক বিজ্ঞপ্তিতে এব্যাপারে বিশদে জানানো হয়েছে।

  • 4/6

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টগুলিকে দু’টি আলাদা ভাগে ভাগ করা হবে। করযুক্ত এবং করমুক্ত— এই দুই ভাগে ভাগ করা হবে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টগুলিকে।

  • 5/6

২০২১-’২২ সালের বাজেট ঘোষণার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জানিয়েছিলেন, প্রভিডেন্ট ফান্ডের খাতে বছরে আড়াই লক্ষ টাকার বেশি যাঁদের জমা পড়ে, ওই অ্যাকাউন্টগুলি করের আওতায় আসবে। পরে ওই অঙ্ক বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছিল।

  • 6/6

প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টগুলিকে দু’টি আলাদা ভাগে ভাগ করে নতুন এই বিধি কার্যকর হবে আগামী বছরের ১ এপ্রিল থেকে। প্রভিডেন্ট ফান্ড বাবদ আয়ের উপরে আয়কর আইনের ৯ডি ধারা প্রয়োগ করে এটি কার্যকর করা হবে।

Advertisement
Advertisement