Advertisement

অর্থনীতি

Reserve Bank of India: কয়েনের ভাঁড়ার উপচে পড়ছে RBI-র, সামাল দিচ্ছে এই উপায়ে

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 Aug 2021,
  • Updated 6:51 PM IST
  • 1/7

এ এক অদ্ভুত সমস্যায় পড়েছে আরবিআই (RBI বা Reserve Bank of India)। আর তা সামলাতে নিত্যনতুন ভাবনা আমদানি করতে হচ্ছে তাদের। দেখা যাচ্ছে, মানুষের পকেট থেকে কয়েনের সংখ্যা কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে বলুন তো? একটু ভাবলেই উত্তর পেয়ে যাবেন কিন্তু। বিষয়টি সহজ। আর তা হল ডিজিটাল লেনদেন বেড়ে যাওয়া। ফলে কয়েন নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

  • 2/7

কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। তখন ১, ২, ৫ এবং ১০ টাকার কয়েন দিব্যি চলত। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। মানুষ ঝুঁকেছেন ডিজিটাল লেনদেনের ওপর। তা সে মুড়িওয়ালা হোক বা অটো- খরচ মেটানো যাচ্ছে মোবাইল থেকে। বাজারে এসে গিয়েছে একের পর এক অ্যাপ। ফলে সেখান থেকেই মেটানো যাচ্ছে টাকা।

  • 3/7

ফলে কয়েন জমা হচ্ছে আরবিআই (RBI বা Reserve Bank of India)-এর ভাঁড়ারে। এই কয়েক ব্যাঙ্ক নিতে চাইছে না। আগে যেমন কয়েক নিত, এখন তারা সেটা করতে চাইছে না। তো উপায় কী? সেই কয়েন তারা রাখবে কোথায়?

  • 4/7

এই সমস্যা কাটাতে এক নতুন রাস্তা ধরেছে আরবিআই (RBI বা Reserve Bank of India)। তারা ব্যাঙ্ককে কয়েক নিলে ব্য়াঙ্ককে অতিরিক্ত কমিশন দিচ্ছে। তারা আশা করছে, সমস্যা কেটে যাবে। যেহেতু ইনসেনটিভ বাড়ানো হয়েছে, তাই ব্যাঙ্ক এবার আগের থেকে বেশি কয়েন নেবে। আর তার ব্যবহারও বাড়বে।

  • 5/7

কতটা বাড়ল সেই ইনসেনটিভ, জেনে নিই। সেটা কিন্তু ভালই বেড়েছে। আগে এক ব্যাগ কয়েনের জন্য মিলত ২৫ টাকা। আর এখন বেড়েছে কয়েক গুণ। এখন পাওয়া যায় ৬৫ টাকা।

  • 6/7

এক বিজ্ঞপ্তিতে আরবিআই (RBI বা Reserve Bank of India) এ কথা জানিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে গ্রামাঞ্চল থেকে আধা-শহুরে অঞ্চলে সেই কয়েন দিতে পারলে অতিরিক্ত ১০ টাকা পাওয়া যাবে। সেটি প্রতি ব্যাগে।

  • 7/7

এই সিদ্ধান্তের কারণ কী? ঘটনা হল গ্রাম বা আধা-শহুরে এলাকায় হাটবাজার বসে। ফলে সেখানে হেসেখেলে সেই কয়েন সেখানে চালানো যাবে। করোনার কারণে মানুষ ডিজিটাল লেনদেন বেশি করছে। কয়েনের ব্যবহার কমে যাওয়ার এটিও অন্যতম বড় কারণ। এখন এক-দু'টাকায় খুব কমি জিনিস পাওয়া যায়। কয়েনের ব্য়বহার কমে যাওয়ার এটাও একটা কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement