Advertisement

অর্থনীতি

Stock Market Updates: ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার! ৯০০ পয়েন্ট বেড়ে ৫৮,৫০০ ছাড়াল সেনসেক্স

Aajtak Bangla
  • 08 Dec 2021,
  • Updated 12:57 PM IST
  • 1/7

মঙ্গলবার সেনসেক্স ৩৭৮.৮৪ পয়েন্ট বৃদ্ধির সাথে ৫৭,১২৫.৯৮ পয়েন্টে খোলে। একই সময়ে, নিফটিও ১৭,০৪৪ স্তর থেকে তার লেনদেন শুরু করে। মঙ্গলবার বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকা বেড়েছে।

  • 2/7

সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই ইতিবাচক শুরুতে লাভের আশা করছেন শেয়ার কারবারিরা। মঙ্গলবারের পর বুধবারেও শেয়ারবাজারের কারবার বেশ আশাব্যাঞ্জক! সেনসেক্সে আজ প্রায় ১.৬ শতাংশ বা ৯০০ পয়েন্টের বেশি বেড়ে ৫৮,৫০০ পয়েন্টের গণ্ডি ছাড়িয়ে যায়।

  • 3/7

বেলা ১২টা ১২ মিনিট নাগাদ সেনসেক্সে ৮৫২.১২ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বৃদ্ধির সৌজন্যে ৫৮,৪৮৫.৭৭-এর স্তরে লেনদেন করছে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ঘোষণার পরই এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার!

  • 4/7

সেনসেক্সের পাশাপাশি নিফটি সূচকও আজ ঊর্ধ্বমুখী! বুধবারের প্রাথমিক লেনদেনে নিফটি ২৩২.৯০ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে ১৭,৪০৯.৬০-এর স্তর অতিক্রম করে যায়।

  • 5/7

বুধবার নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪৬টি স্টকই দুর্দান্ত লাভের সাথে ব্যবসা করছে। উইপ্রোর শেয়ার দর ২.৯০ শতাংশ বেড়েছে। এইচসিএল টেকের শেয়ার দর ২.২৭ শতাংশ বেড়েছে। ইনফোসিসের শেয়ার দর ২.২৬ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি টেক মাহিন্দ্রা এবং ওএনজিসির শেয়ার দরও আজ ঊর্ধ্বমুখী!

  • 6/7

আজ প্রায় সমস্ত এশিয় শেয়ারবাজারই ঊর্ধ্বমুখী! আজ সকাল থেকেই এশিয় বাজারগুলিতে শক্তিশালী উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ৩১৮ পয়েন্ট বেড়ে ট্রেড করছে। হংকংয়ের হ্যাং সেং ১৩.৩১ পয়েন্ট বেড়েছে। সাংহাই কম্পোজিট ০.২৯ শতাংশ বেড়েছে।

  • 7/7

গত শুক্রবার আর সোমবারের পর পর দুটি ট্রেডিং সেশনে শেয়ারবাজারে ধসের কারণে প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। সোমবার দিনের শেষে ৯৪৯ পয়েন্ট পড়ে ৫৬,৭৪৭.১৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স।

Advertisement
Advertisement