পেট্রোল, ডিজেলের ঊর্ধ্বমুখী দামে রীতিমতো হাত পুড়ছে আমজনতার। গাড়িতে তেল ভরাতে গেলেই টান পড়ছে পকেটে। অগ্নিমূল্য পেট্রোল, ডিজেল নিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এর জন্য দেশের কয়েকটি রাজ্যকেই দায়ি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর নাম করে প্রধানমন্ত্রী বলেন, VAT না কমানোয় ওই সব রাজ্যের মানুষের প্রতি অন্যায় করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা অভিযোগে সরব হয়েছেন ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতারা।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও টুইট করে লিখেছেন, কেন্দ্র CESS-এর নামে রাজ্যগুলিকে লুট করছে। কেন্দ্র যদি CESS তুলে দেয়, তবে সারা দেশে পেট্রোল ৭০ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৬০ টাকায় পাওয়া যাবে।
এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে, আমরা কেন্দ্রের কাছে ৯৮ হাজার কোটি টাকা পাব। যদি কেন্দ্র এর অর্ধেক টাকাও পরিশোধ করে তবে আমরা আগামী ৫ বছর কোনও কর নেব না।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী রাজ্যগুলি যদি পেট্রোল, ডিজেলের উপর ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত VAT কমিয়ে দেয়, সে ক্ষেত্রে কী সমস্যা হবে?
২০২১-এর নভেম্বরে, বিহার সরকার পেট্রোলে ১ টাকা ৩০ পয়সা এবং ডিজেলের উপর ১ টাকা ৯০ পয়সা VAT কমিয়েছিল। এতে বিহার সরকারের ৬ মাসে ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একইভাবে, ওড়িশা পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে ৩ টাকা কমিয়েছে, যার ফলে ওড়িশা সরকারের ১,১৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজস্থান সরকার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৪ টাকা কমিয়েছিল, যার ফলে ওই সরকারের ২,৪১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। কর্ণাটক সরকার গত বছরের নভেম্বরে পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট ৭ টাকা কমিয়েছিল, যার ফলে ৫,৩১৪ কোটি টাকার ক্ষতি হয়েছিল।
গুজরাট পেট্রোল এবং ডিজেলের উপর ৭ টাকা করে ভ্যাট কমিয়েছে, তারপরে এটি ৩,৫৫৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির পরিসংখ্যান থেকেই এটা স্পষ্ট যে,তেলের দামের উপর থেকে রাজ্যগুলির VAT কমানোর ক্ষেত্রে সমস্যা কোথায়। এবার আসা যাক রিবোধীদের দাবি অনুযায়ী কেন্দ্রের CESS তুলে দেওয়ার প্রসঙ্গে।
গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র হিসাব করে পেট্রোল, ডিজেলের দামের উপর কেন্দ্রের চাপানো CESS আর রাজ্য সরকারের VAT-এর টাকার অঙ্ক তুলে ধরেন। তিনি জানান, বাংলায় পের্টোলের দামে মোট ৩২ টাকা ৯০ পয়সা করের বোঝা চাপানো রয়েছে।
অমিত মিত্র জানান, বাংলায় পের্টোলের দামের উপর কেন্দ্রীয় CESS ২০ টাকা ৫০ পয়সা আর রাজ্যের কর ১২ টাকা ৪০ পয়সা। এ রাজ্যে ডিজেলের দামে কেন্দ্রের ২২ টাকার CESS আর রাজ্য সরকারের কর ৯ টাকা ৮০ পয়সা।
যদি বিরোধীদের দাবি মেনে কেন্দ্র পেট্রোল, ডিজেলের দামের উপর CESS ১০০ শতাংশ মুকুব করে দেয় সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৯৫ টাকার নীচে নেমে আসবে। এ রাজ্যে তখন পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৯৪ টাকা ৬২ পয়সা। আর ডিজেলের দাম হবে ৭৭ টাকা ৮৩ পয়সা।