7th Pay Commission Government Employees Da Hike:কেন্দ্র সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allwance) এর ৪ শতাংশ বৃদ্ধি করে দিয়েছে। সঙ্গে পেনশনার্সদেরও ডিয়ারনেস রিলিফে ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির পরে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ বেড়ে ৪২ শতাংশ হয়ে গিয়েছে। সরকারের প্রায় ৪৭.৫৬ শতাংশ কর্মচারী এবং ৬৯.৭৬ লাখ পেনশনভীরা এই সুবিধা পাবেন। ডিএ-তে এই বৃদ্ধির সপ্তম পে কমিশনের দ্বারা সুপারিশ করা হয়েছে। এই বৃদ্ধির আগে ছ'মাসে জানুয়ারি থেকে জুনে ২০২৩-এর জন্য করা হয়েছে।
দু'মাসে পাওয়া যাবে এরিয়ার
সরকার কেন্দ্রীয় কর্মচারীদের দু'মাসের এরিয়ারও দেবে। কারণ ডিএ এবং ডিয়ারনেস অ্যালাউন্স এর বৃদ্ধি এক জানুয়ারি থেকে লাগু করা হয়েছে। এই কারণে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বৃদ্ধি পাওয়া এরিয়ারও সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন। অর্থাৎ কর্মচারীদের মার্চের স্যালারি বৃদ্ধি হয়ে আসবে। এই বৃদ্ধির পরে সরকার প্রত্যেক বছর ১২৮১৫ কোটি টাকা অতিরিক্ত ভার নিতে হবে সরকারকে। সরকার প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে।
প্রত্যেক ছ'মাসেই হয় বৃদ্ধি
মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের স্যালারি স্ট্রাকচারের অংশ হিসেবে দেওয়া হয়। প্রতি ছয় মাস পর পর এটি বিবেচনা করা হয় এবং তা বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। মূল্যবৃদ্ধি যত বাড়ে, বেতন সঙ্গে এই মহার্ঘ ভাতা ও সেই অনুপাতে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হয়। আগে সরকার গত ৬ মাসে ডিএতে ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। যার পরে ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশে পৌঁছেছিল এটি। সরকার মার্চ ২০২২ এ কর্মচারীদের ডিএতে ৩ শতাংশ বৃদ্ধি করে। এই বৃদ্ধির পরে কর্মচারীদের মূল্যবৃদ্ধি ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ পৌঁছে গিয়েছিল।
স্যালারি কত বাড়বে?
মনে করুন কোনও কেন্দ্রীয় কর্মচারীর বেসিক-পে ২৫ হাজার টাকা। এভাবে ৩৮ শতাংশ বৃদ্ধিতে তার ৯৬৯০ টাকা ডিএরূপে পাওয়া যাবে। এখন মূল্যবৃদ্ধি হাড় ৪ শতাংশ বেড়ে ১০,৭১০ টাকা হয়ে যাবে। অর্থাৎ কর্মচারীদের স্যালারিতে প্রত্যেক মাসে ১০২০ টাকা করে বাড়ানো হবে। মার্চ মাসে স্যালারিতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এরিয়ার জুড়ে যাবে। সঙ্গে মার্চের ডিএ বাড়বে। এইভাবে কর্মচারীদের সেলারি ৩০৬০ টাকা এ মাস থেকে বাড়তে চলেছে।