Advertisement

GST কমায় ঠিক কত টাকা সস্তা হল AC থেকে TV? পুরো হিসেব

GST রিফর্মের ফলে এবার সস্তা হবে AC-TV। ইলেকট্রনিক আইটেমের উপর GST স্ল্যাব কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। কতটা সস্তায় মিলবে এই দ্রব্যগুলি?

কতটা সস্তা হবে AC-TV? কতটা সস্তা হবে AC-TV?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 10:58 AM IST
  • উৎসবের মুখে এবার সস্তা হবে AC-TV
  • GST স্ল্যাবে বদলের ফলে কমছে ট্যাক্সের পরিমাণ
  • কতটা সস্তা হবে ইলেকট্রনিক আইটেম?

দুর্গাপুজো, দিওয়ালির উৎসবের মরশুমে আমজনতাকে কেন্দ্রীয় সরকারের বড় উপহার। GST রিফর্মের ফলে এই উৎসবের মরশুমে কোনও ইলেকট্রনিক আইটেম কিনলে বড় সুবিধা মিলতে পারে। কতটা সস্তায় পাওয়া যাবে এসি-টিভি-ফ্রিজ?

বুধবার নয়াদিল্লিতে আয়োজিত GST কাউন্সিলের ৫৬ তম বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। GST ট্যাক্স স্ল্যাবে বিরাট বদল করা হয়। এর ফলে স্মার্ট টিভি, এসি, ডিশওয়াশারের মতো দ্রব্য সস্তায় পাওয়া যাবে। আগামী ২২ সেপ্টেম্বর, দেবীপক্ষের দিন থেকেই কার্যকর হবে এই নয়া GST স্ল্যাব। এতদিন পর্যন্ত ইলেকট্রমিক আইটেমে ১৮% GST লাগু ছিল। 

কতটা সস্তা হবে AC-TV?  
GST রিফর্মের ফলে AC-তে এবার থেকে ১৮% GST লাগু হবে। যা এতদিন পর্যন্ত ছিল ২৮%। TV-তে এতদিন ছিল ২৮% GST। যা এবার মিলবে ১৮%-এ। 

TV-র দাম

যদি কোনও TV-র বেস প্রাইজ ১০ হাজার টাকা হয়। ২৮% GST-তে এতদিন তা পড়ত ১০ হাজারX ১.২৮= ১২ হাজার ৮০০ টাকা। নতুন দাম পড়বে, ১০ হাজারX ১.১৮= ১১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ বাঁচবে ১ হাজার টাকা। AC-তে ২৮%-র বদলে ১৮% GST লাগু হলে অনেক টাকাই বাঁচবে গ্রাহকদের। যদি কোনও AC-র বেস প্রাইজ ৩০ হাজার টাকা হয় তবে এতদিন দাম পড়ত, ৩০ হাজারX ১.২৮= ৩৮ হাজার ৪০০ টাকা। এবার নতুন দাম হবে ৩০ হাজারX ১.১৮= ৩৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ৩ হাজার টাকা বাঁচবে। 

AC-র দাম

১ টনের AC বেস প্রাইজ ৩০ হাজার হলে এতদিন দাম পড়ত ৩৮ হাজার ৪০০ টাকা। এখন পড়বে ৩৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ বাঁচবে ৩ হাজার টাকা। 

দেড় টনের AC-র বেস প্রাইজ ৪০ হাজার টাকা হলে এতদিন দাম পড়চ ৫১ হাজার ২০০ টাকা। এবার দাম হবে ৪৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ ৪ হাজার টাকা দাম কমবে। 

২ টনের AC-র বেস প্রাইজ ৫০ হাজার হলে এতদিন দাম পড়ত ৬৪ হাজার টাকা। এবার পড়বে ৫৯ হাজার টাকা। অর্থাৎ ৫ হাজার টাকা দাম কমবে। 

Advertisement

ডিশওয়াশারের দাম

ডিশওয়াশার মেশিনের ব্যবহার করা হয় এঁটো বাসন ধোয়ার জন্য। এই মেশিনগুলি গৃহস্থালী থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁতেও ব্যবহার করা হয়। ডিশওয়াশার মেশিনে ১৮% GST লাগু হবে। কোনও ডিশওয়াশারের বেস প্রাইজ ১০ হাজার টাকা হলে আগে পড়ত ১০ হাজারX১.২৮=১২ হাজার ৮০০ টাকা। এখন পড়বে ১০ হাজারX১.১৮= ১১ হাজার ৮০০ টাকা। ১ হাজার টাকা বাঁচবে। 

GST স্ল্যাবে বদল আনার ফলে মনিটর এবং প্রোজেক্টরের দামেও পরিবর্তন আসবে। এখনও পর্যন্ত এগুলির উপর লাগু ছিল ২৮% GST। এবার থেকে তা ১৮% স্ল্যাবে নিয়ে আসা হল। অত্যন্ত ফায়দা হবে যুব সম্প্রদায় এবং কন্টেন্ট ক্রিয়েটারদের। 

 

Read more!
Advertisement
Advertisement