বাজেটের আগেই স্বস্তি মিলল দেশে। দাম কমে গেল এলপিজি সিলিন্ডারের। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। এই সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছে। দিল্লিতে সিলিন্ডারের দাম ১৮০৪ টাকা থেকে কমে ১৭৯৭ টাকা করা হয়েছে। এর আগে, গত ১ জানুয়ারিও দাম কমেছিল এলপিজি সিলিন্ডারের।
কলকাতায় কত দাম হল?
কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে হয়েছে ১৯০৭ টাকা। মুম্বইয়ে এই দাম হয়েছে ১৭৪৯.৫০ টাকা। আগে ছিল ১৭৫৬ টাকা। চেন্নাইয়ে লপিজি সিলিন্ডারের নতুন দাম ১৯৫৯.৫০ টাকা। আগে ছিল ১৯৬৬ টাকা।
অন্য দিকে, তৃতীয় বার ক্ষমতায় আসার পর আজ সংসদে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে সাধারণ মানুষের স্বস্তি মেলে কি না, সেদিকে তাকিয়ে সকলে। আয়করে কি ছাড় মিলবে, এই নিয়েও কৌতূহল রয়েছে আম আদমির মধ্যে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে মোদী সরকার কী পদক্ষেপ করে, বাজেটে সে দিকেও নজর থাকবে। বাজেটে কতটা পূরণ হবে সাধারণের প্রত্যাশা, সেটাই দেখার।
বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে টাকার অঙ্ক বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। বছরে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এখন দেখার, বাজেটে কী ঘোষণা করা হয়।
মনে করা হচ্ছে, বাজেটে নতুন কর কাঠামোয় ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত ঘোষণা করা হতে পারে। নতুন কর কাঠামোয় ১৫-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ে করের হার ৩০ শতাংশের বদলে ২৫ শতাংশ করা হতে পারে বলে আশা। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে বাজেটে আবগারি শুল্ক কমানো হতে পারে। যার ফলে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম।