Advertisement

Share Market Price: মাত্র ৫ দিনে ৪৭ হাজার কোটি কামাল এই শেয়ার, রিলায়েন্সের ডুবল ৫০ হাজার কোটি

গত সপ্তাহে শেয়ার মার্কেটের ইনডেক্স সেন্সেক্স ৬২৩ অংক বেড়ে যায়। এরই মধ্যে সেন্সেক্স এর টপ ফাইভ কোম্পানির মার্কেট ভ্যালুর মধ্যে কম্বাইন্ড ভাবে ১.১৩ লাখ কোটি টাকা বৃদ্ধি নথিবদ্ধ হয়েছে। যার মধ্যে রয়েছে এয়ারটেল ছাড়া টিসিএস, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক। সেখানে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

মাত্র ৫ দিনে ৪৭ হাজার কোটি কামাল এই শেয়ার, রিলায়েন্সের ডুবল ৫০ হাজার কোটি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Dec 2024,
  • अपडेटेड 5:16 PM IST

শেয়ারবাজারে গত সপ্তাহে বড় উত্থান-পতন দেখতে পাওয়া গিয়েছে। এরই মধ্যে সেন্সেক্সের টপ টেন কোম্পানির মধ্যে পাঁচটির মার্কেট ভ্যালু বেড়ে গিয়েছে। নিজেদের লগ্নিকারীদের দুর্দান্ত রিটার্ন ফিরিয়ে দিয়ে এক নম্বর জায়গা দখল করে নিয়েছে টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। যেটি মাত্র পাঁচ দিনে শেয়ারহোল্ডারদের ৪৭ হাজার কোটি টাকা রিটার্ন দিয়েছে। সেখানে দ্বিতীয় স্থানে দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর লগ্নিকারীরা বড় ঝটকা খেয়েছেন।

পাঁচ কোম্পানির মার্কেট ভ্যালুতে বৃদ্ধি
গত সপ্তাহে শেয়ার মার্কেটের ইনডেক্স সেন্সেক্স ৬২৩ অংক বেড়ে যায়। এরই মধ্যে সেন্সেক্স এর টপ ফাইভ কোম্পানির মার্কেট ভ্যালুর মধ্যে কম্বাইন্ড ভাবে ১.১৩ লাখ কোটি টাকা বৃদ্ধি নথিবদ্ধ হয়েছে। যার মধ্যে রয়েছে এয়ারটেল ছাড়া টিসিএস, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক। সেখানে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

যদি এয়ারটেলের কথা বলি তাহলে এই টেলিকম কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে ৯ লক্ষ ৫৭ হাজার ৮৪২.৪০ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। এই হিসাব কোম্পানির লগ্নিকারীদের মাত্র ৫ দিনে ৪৭ হাজার ৮৩৬. ৬ কোটি টাকা কামিয়ে দিয়েছে। আইটি কোম্পানি ইনফোসিস এর লগ্নিকারীরা মোটা টাকা লাভ করেছে। এর মার্কেট ক্যাপিটাল ৩১ হাজারল ৮২৬. ৯৭ কোটি টাকা বেড়ে ৮ লক্ষ ৩০ হাজার ৩৮৭.১০ কোটি টাকা হয়ে গিয়েছে।

রিলায়েন্স নগ্নীকারীদের ৫০ হাজার কোটি টাকা ডুবল
এর উল্টোদিকে মুকেশ আম্বানির কোম্পানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ভ্যালুতে বড় পতন দেখা গিয়েছে। এবং ৫২ হাজার ৩১.৯৮ কোটি টাকা কমে ১৭ লক্ষ ২৩ হাজার ১৪৪. ৭০ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। লগ্নিকারীদের লোকসানের মধ্যে রয়েছে বড় কোম্পানি এলআইসি, হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ভ্যালু কমেছে। যেখানে এস বি আই-এর মার্কেট ভ্যালু কমে গিয়েছে। ক্ষতির মুখে পড়েছে আইটিসি। তাদের মার্কেট ভ্যালু ১৩৭৬.১৯ কোটি টাকা কমে গিয়েছে।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement